ডি আর আনিস যশোর জেলা
প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
নওয়াপাড়া বাজারস্থ থানা বিএনপি’র নিজস্ব কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে দলটি। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা পৌর বিএনপি’র সভাপতি আবু নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জাকির হোসেন, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী সরদার, থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক হাবিবুর রহমান মোল্যা, তরুণ বিএনপি নেতা আসাদুজ্জামান জনি, জেলা যুবদলের সদস্য মাসুদ পারভেজ সাথি, সাবেক ছাত্রদল নেতা আকরাম আক্তার কোরাঈশি পাপ্পু, রাজু আহম্মেদ, তরফদার নাজির উদ্দিন প্রমূখ।
শেষে বিএনপি’র প্রয়াত নেতাদের স্মরণে নিরবতা পালন, কবর জিয়ারত ও দেয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
Leave a Reply