স্টাফ রিপোর্টার দুলাল চৌধুরী:
অদ্য ১৮-৫-২৫ইং রোজ রবিবার, বিকেল তিনটার সময় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর হিলি মোড়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও ওসমানপুর সেনা ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম।
এই মহতী আয়োজনটি যেন শুধুমাত্র একটি মেডিকেল ক্যাম্প নয়—এটি ছিল মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আবারও প্রমাণ করলো, সেনাবাহিনী কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়; বরং দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো এক আস্থার নাম. এবং মানবিক সহায়তা পেল শত শত মানুষ। দিনব্যাপী এই ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছেন আনুমানিক ৫ শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ। বিনামূল্যে প্রদান করা হয়েছে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধপত্র এবং আনুমানিক ২ শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী। দীর্ঘদিন পর এমন মানবিক সহায়তা পেয়ে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়। ওসমানপুরের নিরুপমা বেগম বলেন, আমরা সাধারণ মানুষ এত ভালো চিকিৎসা কোথায় পাব? সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা অনেক বড় পাওয়া। তারা শুধু অস্ত্র চালাতে জানে না, মানুষের জন্য প্রাণ খুলেও কাজ করে। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও চিকিৎসকরা ক্যাম্পে সরাসরি উপস্থিত থেকে সেবা কার্যক্রম তদারকি করেন লেফটেন্যান্ট কর্নেল একেএম আলমগীর হোসেন, লে. কর্নেল মোরসালিন মাহমুদ, মেজর নুরে শহীদ ফারাবী, মেজর নাজমুল হাসান। চিকিৎসাসেবায় অংশ নেন চিকিৎসক মেজর মোস্তাফিজ, মেজর আতাউর, ক্যাপ্টেন আমির, ক্যাপ্টেন সাদিয়া সহ একাধিক দক্ষ সেনা চিকিৎসক। তাদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও সহমর্মিতা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। মানুষের সেবায় সেনাবাহিন এই আদর্শেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি, শুধু সীমান্ত রক্ষা নয়, এই দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই আয়োজন করেছি। সাধারণ মানুষের স্বাস্থ্য ও মৌলিক চাহিদা পূরণে পাশে থাকাই আমাদের লক্ষ্য।
বর্তমান সময়ে যখন স্বাস্থ্যসেবা অনেকের হাতের নাগালের বাইরে, তখন সেনাবাহিনীর এই উদ্যোগ একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে। অনেকে বলছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের জন্য এটি হবে আশার আলো। স্থানীয়দের কণ্ঠে কৃতজ্ঞতা আর ভালোবাসা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, নারী ও বয়োজ্যেষ্ঠরা সেনাবাহিনীর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমরা এতো বছর ধরে এখানে বাস করছি, কিন্তু এই প্রথম সেনাবাহিনীর এমন কাছ থেকে সহযোগিতা পেলাম। তারা আমাদের দুঃখ-কষ্ট বুঝেছে, পাশে দাঁড়িয়েছে এটাই আমাদের বড় পাওয়া। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক প্রয়াস শুধু একটি ক্যাম্প নয়, বরং মানুষের মন জয়ের এক অনন্য প্রয়াস। জাতির নিরাপত্তার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে এভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে সেনাবাহিনী এটাই সত্যিকারের দেশপ্রেম®
Leave a Reply