দুলাল চৌধুরী
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১৭ই মার্চ রাজারহাট উপজেলায় অতিদরিদ্র,অসহায় ও দুস্থ ৪৩ হাজার ৬১ জন মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে।সোমবার সকালে চাকিরপশার ইউনিয়ন পরিষদ গুদাম চত্বরে ৬ (ছয়) হাজার ৮ (আট) শত ৪৪ জন তালিকাভুক্ত সুবিধাভোগী মানুষের মাঝে ভিজিএফের দশ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন ও ট্যাগ কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম,ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম খোকা,জাকির হোসেন বিপ্লব,মোস্তফা আলী প্রমূখ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬ (ছয়) হাজার ৮শত ২৪জন,ছিনাই ইউনিয়ন পরিষদে ৬ (ছয়) হাজার ৫শত ৫৪ জন,রাজারহাট ইউনিয়ন পরিষদে ৭ (সাত) হাজার ৭শত ৪জন,উমরমজিদ ইউনিয়ন পরিষদে ৬ (ছয়) হাজার ৩শত ৫৪জন,নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪ (চার) হাজার ৭শত ৩৩জন,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৪ (চার) হাজার ৪৮জন সুবিধাভোগী ভিজিএফের দশকেজি চাল পাবেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন সরকার নির্ধারিত নির্দেশনা মেনে তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আমরা এই বিতরণ কার্যক্রম শুরু করেছি,আমরা আশাকরি সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম শেষ করতে পারব©
Leave a Reply