মোঃ আলী হাসান সরকার-রংপুর ব্যিরো চিফঃ
রাজারহাট উপজেলার ৪ নং চাকিরপশার ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড এর জয়দেব হায়াৎ মৌজার মোছাঃ মর্জিনা বেগম,(৪৫) পিতা: মৃত মজির উদ্দিন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম ও রাজারহাট থানা অফিসার ইনচার্জ জানাব রাজু আহমেদ বরাবর লিখিতে অভিযোগ দাখিল করেন। অভিযোগ সুএে যানা যায় ৯নং ওয়ার্ড এর জয়দেব হায়াৎ গ্রামের মোছাঃ মর্জিনা বেগম চাকিরপশার ইউনিয়ন সাস্হ কমপ্লেক্স এর পিছনে ৭ শতক জমি ক্রয় করিয়া দীর্ঘদিন ধরে বসবাস করিয়া আসিতেছেন তাহার বসতবাড়ি সংলগ্ন প্রতিবেশী মোঃ নুর বকস্ পিতা: মৃত করিমুল্লাহ্ চেং মামুদ এর বসতবাড়ি রহিয়াছে। মর্জিনা বেগম জানায় বিভিন্ন ভাবে তাহার প্রতিবেশি মোঃ নুর বকস তাহাকে নিজ বাড়ি থেকে তারানোর উদ্দেশ্যে তাহার বাড়ি সংলগ্ন এমনভাবে তাহার বসতবাড়ির ল্যাট্রিন স্থাাপন করিয়াছে এবং উক্ত ল্যাট্রিনের বর্জ্য তাহার টিউবওয়েল সংলগ্ন নালা করিয়া বর্জ্য বাহির করিবার পথ করিয়াছে যে তাহার দুর্গন্ধের কারনে বাড়িতে অবস্থান করা কষ্টকর হয়ে পরেছে,,,মর্জিনা বেগম আরো জানান নুর বকস পরিবারের এ রকম অত্যাচার সয্য করতে না পেরে প্রতিবাদ করতে গেলে নুব বকস তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের মারতে আসেন। তাদের এই হিস্র আচরন সয্য করতে না পেরে তাদের ওয়ার্ড মেম্বার জনাব নুরুজ্জামান কে অবহিত করেন,,ও মেম্বার এসে তাদের এই মারমুখী আচরন পরিবর্তন করতে বলেন। কিন্তু তারপরও তারা তাদের কর্যকলাপ চালিয়ে যেতে থাকে। বর্তমানে তারা তাদেন ল্যাট্রিনের ময়লা আমার বাড়ির সিমানায় গর্তখুঁড়ে সেখানে নালা কেটে দেন,, ল্যাট্রিনের বর্জ ও গর্তের পচা পানির কারনে সেখানে মশা ও দূগন্ধের কারণে বাড়িতে থাকা কিংবা টিউবওয়েলের পানি পান করার অনুপযোগী হইয়া পড়িয়াছে বলে জানান । তিনি আরও বলেন উক্ত মোঃ নুর বকস্ কে এ ব্যাপারে বলিতে গেলে তিনি আমার কথার কোন কিছুই কর্ণপাত করিতেছেন না। উপরন্তু আমাকে ও আমার বাড়িতে অবস্হান রতো আমার দুই মেয়েকে বাড়ি থেকে উচ্ছেদ করিবার জন্য বিভিন্ন রকমের হয়রানি ও আক্রোশমূলক আচরণ করিতেছে। এমতাবস্থায় আমি বাধ্য হইয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেন বলে আমাদের জানায়,,,রাজারহাট থানায় লিখিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে থানার ডিউটি অফিসার অভিযোগ পেয়েছেন বলে জানান,,,তদন্ত করে ব্যাবস্হা গ্রহন করার কথা বলেন।
Leave a Reply