ডি আর আনিস
জেলা প্রতিনিধি যশোরঃ
যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আজ ১৮ আগষ্ট (বুধবার)সকাল ১০’টায় চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (CIFF) (Brac) এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন( CIFF) এর আইন সহায়তা কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের পরিচালনায় ও মোঃ রুস্তম আলীর সহযোগীতায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ৫নং শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী, তিনি বলেন, মানব পাচার বিশ্বের সর্বত্র বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি গুরুতর সমস্যা ৷ মানব পাচারের জন্য প্রাথমিক উৎস’র কারন হলো এদেশে বিপুল জনগোষ্ঠীর কর্ম সংস্থানের সুযোগ খুবই সীমিত, এছাড়া ও রয়েছে শিক্ষা সচেতনার অভাব, দরিদ্রতা, সমাজে নারীর অবমূল্যায়ণ,সীমান্ত অতিক্রমের সহজ প্রক্রিয়া , পিতা-মাতার অসাবধানতা ও অসতর্কতা, আর এই দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর সুযোগ সন্ধানী ও প্রতারক দালাল চক্র সহজে মূনাফা অর্জনের আশায় নানা প্রলোভনে প্রলুব্ধ করে অবৈধ উপায়ে প্রতি বছর হাজার হাজার মানুষ পাচার করে থাকে ৷ শিক্ষকঃ মো.মিজানুর রহমান বলেন,যারা নারী ও শিশুদের জোর করে বা লোভ দেখিয়ে দেশের ভেতরে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় তারাই হলো পাচারকারী ৷ পাচারকারীরা সব সময় দুরের লোক হবে এমন কোন কথা নেই, নিজের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও হতে পারে ৷ সমাজসেবক মো. রবিউল ইসলাম বলেন, মানব পাচার বন্ধে অভিভাবকদের করণীয় হলোঃ কোন স্থানে শিশুদের একা না ছাড়া ,স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্র/ছাত্রীদের একা না পাঠানো, কোন অপরিচিত পূরুষ বা নারীকে বাড়িতে আশ্রয় না দেওয়া , প্রতিটি বিয়ে সরকার অনুমোদিত কাজীদ্বারা রেজিষ্ট্রি করা, প্রেম সংক্রান্ত ব্যাপারে মেয়েদের সচেতণ করা ,কাজের লোক নিয়োজিত করার আগে ভাল করে খোঁজ-খবর নেওয়া, নাম ঠিকানা লিখে ছবি তুলে রাখা, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীকে সচেতণ করা, এলাকায় সন্দেহজনক লোক দেখলে খোঁজ খবর নেওয়া, নারী ও শিশু পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া ও সঠিক তথ্য জেনে মেয়ে বা ছেলের বিয়ে দেওয়া ৷ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মো.শফিকুল ইসলাম পিকুল , ইউপি সচিব কৃষ্ণপদ দাস, শ্রীধরপুর মাদ্রাসার সুপার মো. মনিরুল ইসলাম, ক্বারী মো. আব্দুল জব্বার, আব্দুল করিম, শাজাহান মল্লিক, শওকত গাজী, বাবর আলী, হাকিম গাজী প্রমুখ ৷
Leave a Reply