রংপুর ব্যুরো অফিসঃ
রংপুরের মাহীগঞ্জ মেট্রো থানার স্বনামধন্য একজন সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সততা ও মানুষের কল্যাণে যিনি সর্বদা নিরলস ভাবে কাজ করে সবার অন্তরে জায়গা করে নিয়েছেন। জাতীয় দৈনিক একুশে সংবাদ এর স্টাফ রিপোর্টার হিসেবে বর্তমানে সাংবাদিকতা পেশায় কর্মরত রয়েছেন এবং তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পেপার একুশে খবর.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবেও কাজ করে যাচ্ছে । ব্যক্তিগত ভাবে ৮ (আট) বছরের সাংবাদিকতা জীবনে বেশ কিছু জাতীয় স্থানীয় দৈনিক পএ পত্রিকা ও অনলাইন নিউজ পেপারেও সাংবাদিকতা করেছেন। তার মধ্যে অন্যতম জাতীয় দৈনিক “আমাদের অর্থনীতি” দৈনিক সরেজমিন বার্তা,দৈনিক শ্রমিক, দৈনিক মাতৃজগৎ,ও দৈনিক একুশে সংবাদ সহ বেশ কিছু পত্র পত্রিকায় কাজ করেছেন ও দায়িত্ব পালন করেছেন অনলাইন রিপোর্টাস ক্লাব(borc) এর কেদ্রীয় সদস্য হিসেবে,এখন তিনি বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। এক সময় তিনি মানবাধিকার সংস্থা ইয়াস এর রংপুর জেলা কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বরত ছিলেন।
সংবাদের খোঁজে ছুটে বেড়ানো গ্রাম থেকে গ্রামান্তরের মেঠোপথে যার পেশা-সত্য নিরভিক ও বস্তু নিস্ট সংবাদ প্রকাশ করেই যার প্রতিদিনের কাজকর্মের ব্যস্ততায় সময় কাঠে সেই হাসোজ্জল মানুষটির ৩৮ তম জন্ম দিনে একুশে খবর.কম পরিবারের পক্ষ থেকে প্রান ঠালা শুভেচ্ছা। সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ আজ ৩৮ তম বছরে পর্দাপন করলেন। প্রীতি ও শুভেচ্ছা রইল তেনার প্রতি। করোনা ও রোগ মুক্ত সুখী জীবন কামনা করছেন সাংবাদিক সহ সুধী মহল।
Leave a Reply