ডি আর আনিস-যশোর জেলা প্রতিনিধিঃ
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নে দীর্ঘ দুই বছর পর বাগদাহ বিল কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মাছ অবমুক্তকরণের মধ্যদিয়ে প্রকল্পটির উদ্বোধন করা হয়। প্রায় ৩শ’ বিঘা জমির এ প্রকল্পে বিভিন্ন প্রজাতীর মাছ অবমুক্ত করার মধ্যদিয়ে পথ চলা শুরু করেছে।উদ্বোধনকালে উপস্থিত ছিলে, প্রকল্পের উপদেষ্টা আলহাজ্ব হুমায়ুন কবীর বিশ্বাস, সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সরদার, সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মোল্যা, শেখ আতিয়ার রহমান, আফজাল সরদার, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সানা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আব্দুল আজিজ বিশ্বাস, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য জাহিদ সানা, সাব্বির আহম্মেদ, কামরুল হোসেন সরদার, আরাফাত বিশ্বাস, মতিয়ার রহমান বিশ্বাস প্রমুখ।প্রকল্পের কর্মকর্তারা জানান, স্থানীয় জটিলতার কারণে দীর্ঘ দুই বছর প্রকল্পটি বন্ধ থাকায় বিলটি পরিত্যাক্ত জলাশয়ে পরিণত হয়ে যায়। পরবর্তীতে বিলের ২শ’৫৫জন জমি মালিকের সমন্বয়ে একটি কমিটি গঠনের মধ্যদিয়ে প্রকল্পটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
প্রকল্পের সঙ্গে জড়িত গ্রামবাসীরা জানান, প্রকল্পের মাধ্যমে মাছ চাষের পাশাপাশি ফসল উৎপাদন করা সম্ভব হবে। কোন ষড়যন্ত্রই প্রকল্পের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবে না।
Leave a Reply