একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লালমনিরহাট জেলার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ লালমনিরহাট জেলা শাখা ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সুসংগঠক চাষী জহির রায়হান। তিনি বলেন, পবিত্র ঈদ-উল আযহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি মুসলিম উম্মাহর আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরও জানান, সকলকে করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও গণজমায়েত এড়িয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল আজহা উদযাপনের জন্য।
ঈদ উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
Leave a Reply