মোঃ হেলাল উদ্দিন।
পটুয়াখালী জেলাপ্রতিনিধিঃ
কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ
বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের ঘটনা নিয়ে
বাঙালী শ্রমিক ও বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের মধ্যে পাল্টা পালটি হামলার ঘটনা ঘটেছে। এ সময় সজিব (২৫) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের গেটের নিরাপত্তাকর্মী বক্স।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজারের নির্মানাধীন পাওয়ার প্লান্টে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার
পরপরই কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, ডিবি পুলিশ ও আর্মড পুলিশসহ ব্যাপক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সেই সময় কয়েকশত বাঙালী শ্রমিকরা গেটের সম্মুখ্যে বিক্ষোভ করে।
স্থানীয় সূত্র ও বাঙালী শ্রমিকের অভিযোগ, শ্রমিকদের নিয়মানুযায়ী বেতন ভাতা না দিয়ে অপরিষ্কার কেন্টিনে থাকতে বাধ্য করছে কর্তৃপক্ষ। এছাড়া সামান্য ত্রকটি বিচ্যুতি হলেও গুনতে হয় মোটা অংকের জরিমানা। এর প্রতিবাদ করায় শ্রমিকদের ছাটাই ঘোষনা এবং অভ্যন্তরে প্রবেশ করতে না দেয়ায় এ হামলার ঘটনা ঘটে।
১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত¡বধায়ক প্রকোশলী ইকবাল করিম (একুশেখবর.কম) প্রতিনিধিকে জানায়, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। শ্রমিকদের সাথে সমঝোতা বৈঠক হয়েছে। তারা ইতিমধ্যে কাজে যোগদান করেছে।
Leave a Reply