একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধীনের সভাপতিত্বে রংপুর অফিস সিটিপার্ক মার্কেট দ্বিতীয় তলায় সংগঠনের জেলা অফিস কক্ষে ১৪-০৭-২০২১ ইং তারিখে (বুধবার) বেলা দুপুরে একটি মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে ।
“বাংলাদেশ সরকার অনুমোদিত” আদী সাংবাদিক সংগঠনটির নিয়মিত মাসিক মিটিংয়ে “বাংলাদেশ প্রেস ক্লাব” রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি এনামুল হক সাধীন ও সাধারন সম্পাদক সুজন আহমেদ সংগঠন টির উওর উওর সাফল্য কামনা সহ সংগঠন টিকে ও সংগঠনের কার্যাবলী সমুহ কে আরও বেগবান করার লক্ষে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মুলক আলাপ আলোনা করেন। এবং আগামীর কর্ম পরিকল্পনার পরিপএ প্রদান করেন।
এছার কমিটির অন্য সদস্য’রা শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। সহ- সভাপতি নাসরিন নাজ, যুগ্ন সম্পাদক নুর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক এম শাহীন মির্জা সুমন,এসময় সদস্য এজাজ আহম্মেদ, মকবুল হোসেন দুলাল, বেলায়েত হোসেন বাবু সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা আহবায়ক রবিউল ইসলামের দাদার মৃত্যুতে একটি শোক প্রস্তাব আনা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply