হারুন-অর-রশিদ বাবু; বিশেষ প্রতিনিধি:
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের উদ্যোগে মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে শীতার্ত অসহায় দরীদ্র মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল ও মেধাবী ছাত্রকে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও ইসলামী ব্যংক কমিউনিটি হাসপাতাল রংপুরের অন্যতম পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের অপর পরিচালক সাবেক এমডি ডাক্তার আজাহার আলী শাহ্, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শামছুল হুদা, প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান মিন্টু ও হাবিবুর রহমান সহ আরো অনেকে।
কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা, দোয়া শেষে প্রায় শতাধীক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়®
Leave a Reply