বিমল চন্দ্র স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ ৩১ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন উচ্চ আদালত। জানা গেছে, ওই নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহেলার দায়ের করা মামলায় তাঁরা জামিনের আবেদন করলে ১ নং আসামি ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর চৌধুরীকে জামিন প্রদান করেন এবং বাকি ৩১ জন আসামিকে কারাগারে প্রেরনের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এ্যাড, রুহুল কুদ্দুস কাজল ও এ্যাড, জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ ৩১ নেতা-কর্মীর আইনজীবী হিসেবে আমরা হাইকোর্টে স্থায়ী জামিনের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ সদর উপজেলার রুহিয়া থানায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহেলা বাদী হয়ে বিএনপির ৩২ জন নেতা-কর্মীকে আসামি করে রুহিয়া থানায় মামলা দায়ের করেন।।®
Leave a Reply