এরশাদ রিপা
তুমি যখন যোজন মাইল দূরে,
এপাড়ে ভাঙছি নিজেকে,গুটিয়ে নিচ্ছি আবডালে অগোচরে।
তোমার অভাবে চঞ্চল স্বভাবে হারিয়েছে প্রসন্নতা,
অসাড় হচ্ছে মস্তিষ্ক আর প্রগাঢ় হচ্ছে বিষন্নতা।
আজ এ গোধূলী লগনে একান্তে সযত্নে যতবার ভাবছি তোমায়,
বিভৎস স্মৃতি ভাসছে নৈত্র ভিজছে আর কাপছে ওষ্ঠদ্বয়।
আমার এ অপ্রমেয় ভালোবাসায় বোকা বোকা স্বপ্ন আশায় ছিলে ভীষণ বিরক্ত,
অথচ আমি হয়েছি সর্বংসহ্য জমিয়েছি অনুরক্ত।
তোমায় ভালোবেসে বিলুপ্ত হয়েছিলাম
সঞ্চার করেছিলাম আনকোরা জীবসত্তা,
কুল কাঠের আগুণ হয়েছে দ্বীগুণ নাস্তানাবুদ আমি নবনীতা।
অতঃপর
তোমায় চাওয়ার অপরাধে ফতুর হয়ে গেলাম বরণ করে উদ্ভাসন,
আহা কত ত্রন্দন,হাজার আবেদন
মন্জুর করেনি কোনো অধিবেশন।
নিনাদহীন আর্তনাদে যেন বিষাদ করলাম সওদা,
আমার ই অষ্টকপাল,
বুঝোনি মায়া,খাটেনি ইন্দ্রজাল
ব্যর্থ হয়েছি আমি প্রিয়ংবদা।
আজ ভারি এ বর্ষণে
প্রিয়হারা সমিরণে
ক্ষত বিক্ষত গলিত মনে মক্ষিকার আনাগোনা,
বসন্তও আসেনা,মহিধর সাঁজেনা
বৃথা যেন এ প্রার্থনা।
তবুও কানে বাজে পদচারণ,
করি মরিচিকায় সুখবিলাস হয়ে অনন্যমনা।
বিষাদময় এ রঙ্গমঞ্চে হয়নি আজও সংস্কার,
সমাহিত হয়েছে প্রেম,
নিঃশ্চিহ্ন হয়ে পুড়ছি বরাবর।
জানি নশ্বর এ বসুধায় সব-ই ক্ষয়ে যাবে,
তোমার দিব্যি জেনো,এ প্রেম আজন্ম রয়ে যাবে।
আজ ক্লান্ত হয়ে গেছি
জিজীবিঘা হারিয়েছি,
যেন অযথাই বেঁচে থাকা নিয়ে অর্থহীন পিছুটান,
কেবল প্রাপ্তিতে পরাজয়,নেই কোনো সঞ্চয়,
তবুও যেন দেহত্যাগেই সুখ আর সাময়িক পরিত্রাণ।
Leave a Reply