জুবায়ের ইসলাম নামে ১২/১৩ বছরের একটি ছেলে মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ী থেকে বাইসাইকেল নিয়ে বের হলে আর ফিরে আসে নাই ছেলেটি মাহিগঞ্জ দারুল ইহসান নুরানী তালিমুল কুরআন মাদ্রাসায় পড়ে ,ছেলটির বাসা রংপুর মাহিগঞ্জ ছোট রংপুর আমতলা এলাকায়। ছেলেটির পিতার নাম-শাকিল মিয়া,মাতার নাম-শিরিনা আক্তার। হারিয়ে যাওয়ার সময় তাহার পড়নে কালো পাঞ্জাবি ও সাথে একটি লাল রংগের বাইসাইকেল ছিলো। পারিবারিক সুএে জানা যায় নিজ বাড়ী থেকে সে মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়ে যায় তারপর আর ফিরে না আসলে পরে তাকে অনেক খোজাখুজি করেও আর পাওয়া না গেলে তাহার অভিভাবক মাহিগঞ্জ মেট্রো থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেন। সাধারন ডায়েরি নং-৮১৭
যদি কোন সৎ রিদয়বান ব্যক্তি ছেলেটির খোজ পান তাহলে নিম্নে উল্লেখিত অভিভাবক এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো
আমতলা বাজার এ্যানিটাইম বেকারী
মোবাইল- ০১৭৫৫ ৪২ ৮০ ৫৩
০১৭৫১-০৪ ০৪ ৮১
Leave a Reply