মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলাস গলাচিপায় ক্রয়কৃত জমির পজিশন নিয়ে দুই ভায়ের দ্বন্দ্বে দেওয়ানী,সি আর ও জি আর মামলায় জরিয়ে পরছে গোটা পরিবার। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ ও চরম অস্থিরতা বিরাজ করছে।সুএমতে আলম বয়াতীর দক্ষিণ চরখালী মৌজা, ৬১ নম্বর এস এ খতিয়ানের ক্রয়কৃত ভূমিতে দোকান, বাগান ও ব্যবহারিত জমি দখল নিতে চেষ্টা চালায় বড় ভাই ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে গত ২৯শে জুলাই দুপুর আনুমানিক ১২-৩০ মি: সময় উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামের মৃত মন্নান বয়াতী’র ছেলেদ্বয়ের সাথে। এ সময় জোরপূর্বক দখল ঠেকাতে গিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের রাকিব বয়াতী ও মামুন বয়াতী নামে দুজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এনে মামলা করেন দুই পক্ষ। সরেজমিন ও মামলা সূত্রে জানা যায়,বড় ভাই জামাল বয়াতী ও তার পরিবারের লোকজন নিয়ে সেজো ভাইয়ের ব্যাবহার কৃত দোকন ঘরের দখল নিতে দোকানে থাকা রাকিব ও ক্রেতা রাহাত গাজীকে জোর পূর্বক সরিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে অনেকে জানান। দোকানের পজিশন নিয়ে দীর্ঘদিন আদালতে বন্টন মামলা চলছে। বন্টন মামলার নম্বর ২৮০/২০২১এর চুড়ান্ত আদেশ অপেক্ষামান। তবুও বিবাদী জামাল বয়াতী গং বিভিন্ন সময় বাদী আলম বয়াতীর ক্রয়কৃত ভূমির দোকান ঘর সহ ব্যবহারিত ফসল ও বাগান দখল নিতে পায়তারা চালিয়ে যাচ্ছে। এই বিরোধীয় পজিশন নিয়ে প্রায় সময় তর্কবিতর্ক,ঝগড়াঝাটি ও হাতাহাতিতে পরিবারের সদস্যরা অতিষ্ট।
এ ঘটনায় পক্ষদ্বয়ের অভিভাবক মাতা রাজিয়া বেগম বলেন, ” আমার বড় ছেলে জামাল আর ওর পোলাপান লইয়া আলাউদ্দির দোকান দহল করে তালা দেয়। আমি মিশাইতে চাই,অন্যহানে জমি দেতে চাই,হ্যারা মানেনা®
Leave a Reply