মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ক্রয়কৃত জমির পজিশন নিয়ে মামলা তর্কবিতর্ক মারামারি ও ছোট ভাইয়ের দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৯শে জুলাই দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামে। এ সময় দু- পক্ষের হাতাহাতিতে রাকিব বয়াতী ও মামুন বয়াতী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এলাকাবাসী কাছ থেকে ও সরেজমিনে জানা যায়,বড় ভাই জামাল বয়াতী ও তার পরিবারের লোকজন নিয়ে সেজো ভাইয়ের ব্যাবহার কৃত দোকান ঘরের দখল নিতে দোকানে থাকা রাকিব ও ক্রেতা রাহাত গাজীকে জোর পূর্বক সরিয়ে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘঠনা ঘঠে । পরে স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে অনেকের আশংকা। পজিশন নিয়ে দীর্ঘদিন আদালত মামলা চলছে। আদালতে মামলা চলা অবস্থায় এমন ঘটনা দুঃখজনক।
এ ঘটনায় উভয়ের মাতা রাজিয়া বেগম বলেন, ” আমার বড় ছেলে জামাল আর ওর পোলাপান লইয়া আলাউদ্দির দোকান দহল করে তালা দেয়। আমি মিশাইতে চাই,অন্যহানে জমি দেতে চাই,হ্যারা মানেনা। তুই মানবি না তয় জমি রাইখা দিলি ক্যা”®
Leave a Reply