বিমল চন্দ্র স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলায় বর্তমান সরকারের পতনের ১ দফা দাবির কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে এ পথযাত্রা শুরু হয়। এ পথযাত্রায় দলে দলে যোগ দেন নারী পুরুষ কৃষক শ্রমিক ছাত্র ছাত্রী দিন মজুর। ঠাকুরগাঁও জেলা বি এন পির এ পথযাত্রায় রাণীসৈংকেল থানা থেকে একটি বিশাল মিছিল এসে যোগ দেন এছাড়া ও দেখা যায় রুহিয়া থানা বালীয়াংগী থানা হরিপুর থানা ভুলি থানা থেকে বহু মানুষের সমাগম।
এ পথযাত্রা ঠাকুরগাঁও জেলার প্রেসক্লাব মাঠ হতে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে
ঠাকুরগাঁও মহা সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সমাপ্তি ঘোষনা করেন®
Leave a Reply