একুশেখবর.কম-নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর জাতীয় যুব সংহতির উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
বিষেশ বিষেশ কর্মসূটির মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় নগরীর দর্শনাস্থ এরশাদ এর সমাধি অঙ্গনে পুস্পমাল্য অর্পন, দোয়া ও মোনাজাত এবং বাদ জুম্মা দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ।
শক্রবার (১৪ই জুলাই ২০২৩ ইং) বাদ জুম্মা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টিও ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস এম ইয়াছির, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মাহনগর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন কাদেরী শান্তি , রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মাহাবুবার রহমান বেলাল, প্রচার সম্পাদক মুফতি মাহামুদ ও সদস্য হিরু ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ®
Leave a Reply