একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
দেশের ছাত্রসমাজ মনে করে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সরকার পরিচালনা করবে। এ ক্ষেত্রে ছাত্রসমাজ বৃহত্তর ঐক্যমতে রয়েছে, সেই জায়গা থেকে আগামী দিনে যারাই সন্ত্রাস বাদিতা করার চেষ্টা করবে, মৌলবাদী রাজনীতির আশ্রয় নেয়ার চেষ্টা করবে এবং বাইরের পৃষ্ঠপোশকতায় আমাদের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে আমরা যেন তাদের রুখে দিতে পারি, এজনই আমরা এই প্রতিনিধি সভাগুলো করছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
রোববার(২রা জুলাই-২৩ ইং) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাদ্দাম হোসেন আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচনকালীন সরকার হওয়ার কথাকে দেশ বিরোধীরা চ্যালেঞ্জ করেছে। এর মাধ্যমে তারা জনগণের সাথে তামাশা ও তাদের আত্মমর্যাদাকে অপমান করেছে। দেশ বিরোধীরা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস না করে, বিদেশী সার্বভৌমত্ব আমাদের ৫৬ হাজার বর্গ মাইলের দেশে প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। দেশের এই পলি মাটি ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত। তারা বাহির থেকে বর্গী এনে এ দেশের গণতন্ত্রের উপর হায়নার ছোবল দিতে চায়। যুগে যুগে দেশের ছাত্র সমাজ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। গণতান্ত্রিক সংগ্রামে তারা বিজয়ী হয়েছে। নির্বাচনের আগে যেটুকু সময় আছে আমরা গণতান্ত্রিক সংগ্রামে নিয়োজিত থাকবে। তিনি তাহার বক্তব্যে আরও বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে ছাত্রলীগকে ঘুরে দাঁড়াতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হবে, শৃঙ্খলা স্থাপন করতে হবে ও গ্রুপিং বন্ধ করতে হবে। শেখ হাসিনার রাজনীতি কায়েম করতে হবে। তিনি আমাদের একমাত্র অভিভাবক। তার লড়াই-সংগ্রাম বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। এটি মুখে বলে নয়, অন্তর দিয়ে কাজ করে তা বাস্তবায়ন করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ ছাত্রলীগের সকল পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। ছাত্রলীগের তৃণমূলকে সুসংগঠিত, সংসহত, ঐক্যবদ্ধ করতে রোডম্যাপ নির্ধারণ করেছি, বিদ্যমান যে সব সংকট রয়েছে সেগুলো নিরসন করার উদ্যোগ নিয়েছি। সাংগঠনিক গতিশীলতা, সাংগঠনিক কর্মচাঞ্চল্য ও সাংগঠনিক জবাবদিহীতা ছাড়া এ সময়ের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবেলা করা সম্ভব নয়। যে কারণে আমরা সংগঠনকে গুছিয়ে নিতে দেশব্যাপী যে কর্মসূচী নিয়েছি, তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা। বিভাগীয় প্রতিনিধি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় ছাএ নেতৃবৃন্দ। এই প্রতিনিধি সভায় রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা, উপজেলা, পৌরসভা, মহানগরের ইউনিট, বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রলীগের প্রতিনিধিগণ অংশ নেন®
Leave a Reply