নিউজ ডেস্কঃ
আসছে মহা পবিএ ইদুল আযহার আগমন কে সামনে রেখে পৃথিবীর সকল ধর্মপ্রান মুসলমান নর-নারীকে ইদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বহুল পরিচিত একুশেখবর.কম (অনলাইন পত্রিকা)’র প্রকাশক ও সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (এম জাহিদ চৌধুরী)
তিনি তাহার ইদ শুভেচ্ছা বার্তায় বলেন-
“কুরবাণী” মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দু’টি ঈদই মহা আনন্দের দুইটি দিন। এই দুই ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে একই কাতারে কাধে কাধ মিলিয়ে ইদের নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদের জন্য শুধু আনন্দই বয়ে আনে না সেই সাথে মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন কে বড় বেশী শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷”ঈদুল আযহা” উপলক্ষ্যে আমি আমার পত্রিকার সকল প্রতিনিধি,আস্থাভাজন,শুভাকাঙ্ক্ষী, বন্ধু, আত্মীয় স্বজন সহ সকলকে ও সেই সাথে দেশবাসী ও দেশের বাহীরে থাকা সকল ধর্মপ্রানদের মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে মহান আল্লাহ পাক হেফাজত করুন”ঈদ মোবারক”
শুভেচ্ছান্তে:
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(এম জাহিদ চৌধুরী)
প্রকাশক ও সম্পাদক
একুশেখবর.কম (অনলাইন পত্রিকা)
রংপুর প্রতিনিধি
জাতীয় দৈনিক একুশে সংবাদ
ক্রাইম রিপোর্টার
বাংলাদেশ সমাচার
ক্রিয়া সম্পাদক
বাংলাদেশ প্রেস ক্লাব
রংপুর
Leave a Reply