এরশাদ রিপা.
…………………………………
তোমার স্মরনে বিরামহীন রোদনে
বিচলিত দেহ, মন অকটবিকট প্রাণ।
হয়তো ভালো আছো,নয়তো কেমনে বাঁচো,
আমার আমিতো তোমার স্মৃতিতে অম্লান।
ও বসন্তদূত,
সময় কি অদ্ভূত!
আহা,
কত স্বপ্ন,কতশত অভিপ্রায়
আজ সব-ই কেড়েছে সময়, এনেছে নির্মম ক্ষয়।
বাঁধবো বলে সুখস্বর্গ,
জীবন করে উৎসর্গ
জলাঞ্জলী করেছি মনস্কাম,
ছেড়েছি কত মুখ, রাখিনি পিছুটান।
ছাড়িয়ে সব কালো আন্ধার,
ছড়াবো সুখ সমাহার।
করবো বন্দোবস্ত আমরণ বাঁচিবার।
আসে যদি সামুদ্রিক ঝড়,
হবোনা তখনও পর
লড়ে যাবো,নীড় গড়ে যাবো,
জন্মাবে বিশ্বাস হবে অতিশয় প্রগাঢ়।
হায় আফসোস,
কখনও বুঝলানা আমায়,
জড়াওনি বিশুদ্ধ মায়ায়।
উড়িয়ে দিয়েছো আবেগ।
অবহেলা,অবলীলায়।
কুড়িয়েছি তা অযথাই
না রেখে দ্বিধা সংশয়।
মনে পরে?
কতশত উপরোধ
কত কথা সরোদনে,
প্রতিপক্ষই ভেবেছো
কথার তীর হেনেছো বিনয়াবনত এ প্রাণে।
তুমি তোমার ই রয়ে গেলে,
কিছু অপযশ দিয়ে গেলে।
হায় অদৃষ্ট,
বিচ্ছেদ আজ স্পষ্ট।
তবুও পুষছো কোপানল?
করছো দ্বায়ী আমায়
ভাসছে কোন্দল কল্লোল।
আজ আমি ক্লান্ত ভীষণ,
বড্ড স্তব্ধ বধির,
হয়তো জুড়বেনা
ভাঙবেনা এ প্রাচীর।
জানি ভুলবে আমায়
রাখবেনা মনে,থাকবোনা অন্বেষণে,
অথচ থাকবে আমার শরশয্যায়,
থাকবে জীবন সমাপনে।
ওগো,
আজ সব ই স্মৃতি-বিস্মৃতি
দিলাম তোমায় অব্যাহতি।
দোয়া রইল হে, প্রাণাধিক প্রাণোনাথ,
তোমার জীবনাকাশে উঠুক সূর্য,
আসুক সুখপ্রভাত।
চলে যাচ্ছি আমি মেনে নিয়ে পরাজয়।
ভালো থেকো আমার আত্মার আত্মীয়,
বিদায়, চির বিদায়।
Leave a Reply