রংপুর ব্যুরো
রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুম প্রাঙ্গণে সাপ্তাহিক বজ্রকতা ও এফসাকল সংস্থা কর্তৃক আয়োজিত দক্ষিণ এশিয়ার সাহিত্য-সাংস্কৃতি বিষয়ক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এই কবি সমাবেশ সাহিত্য সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তািজার রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রংপুর বেতারের ধারাভাষ্যকার দিলরুবা আক্তার। এছারাও আরও উপস্থিত ছিলেন ইন্ডিয়ার কলকাকাতা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ শ্রীপুর মাদ্রাসার প্রধান শিক্ষক ও এফসাকলের ভারতের কোডিনেটার হাফিজুর রহমান, মুর্শিদাবাদ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় ওবাইদুর রহমান বিশ্বাস, মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক, মুর্শিদাবাদ সংগীত শিল্পী সুমাইয়া রহমান, আসাম থেকে কবি লেখিকা পূর্ণিমা দেবী, আসামের ইঞ্জিনিয়ার ও লেখক ললিত লোহার, ছিকিম থেকে নিত্য শিল্পী তিয়াশা দাশ, সিকিম থেকে কবি লুইস ভিসতা, আসাম থেকে কবি জ্ঞান বাহাদুর ছেত্রী, কবি টংকো কোয়ার, আসাম লেখক ধিরেন বড়া, ধনসিং তেরাং, পীরগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও রংপুর ব্যাবসায়ী ফোরামের সহ সভাপতি সাইফুল আজাদ, ডিএসসি কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান এ জেড এম সিরাজুল ইসলাম,বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রায়হান এফসাকল এর সাংগঠনিক সম্পাদক এম জি ফরহাদ,দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।®
Leave a Reply