রংপুরে জোড়া খুনের আসামী র্যাব-১৩”র হাতে গ্রেফতার-একুশেখবর.কম
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
১৪২
সময়
হারুন-অর-রশিদ বাবু-বিষেশ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব প্রতিষ্ঠার পর থেকেই অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জঙ্গিদমন, মাদক, সন্ত্রাস, চোরাচালান সহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
রংপুর র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এবছরের গত ২৫ জানুয়ারী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন বড় খোদাতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোড়া খুন সংঘটিত হওয়া সংক্রান্তে উক্ত হত্যা মামলার একজন অন্যতন প্রধান আসামী রংপুর জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি রাতে রংপুর জেলার সদর থানাধীন ধাপমোড় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা কান্ডের অন্যতম মূলহোতা মোঃ আজাহার আলী মন্ডল(৬৩), সাং- খোদাতপুর, ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুরকে আত্নগোপনকৃত অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ যে, গত ২৫ জানুয়ারী সকালে জনৈক মোঃ হায়দার আলী (৫২), পিতা- মৃত কফিল উদ্দিন মন্ডল, সাং- খোদাতপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর এর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও ভাতিজা মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) দ্বয় তাদের ইরি ধানের জমিতে পানি দেয়ার জন্য জমিতে গেলে, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই উপরোক্ত গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। অর্তকিত হামলা করতঃ মারধর করে গুরুতর আহত করে। তাদের কে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিম মৃত মনোয়ার হোসেন মিম (২৫) এর পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যা কান্ডের উপরোক্ত অন্যতম প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে ধৃত আসামীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে®
Leave a Reply