একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
সোমবার ৫ই ডিসেম্বর ২২ইং সকাল ১২ ঘঠিকার সময় রংপুরের নবাগত জেলা প্রশাসক ডঃ চিত্র লেখা নাজনীন রংপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে বিভিন্ন গন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুরে কর্মরত প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিকস মিডিয়া,অনলাইন মিডিয়ার গন মাধ্যম কর্মীগন। সাংবাদিকদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন,আগের কার্যক্রম যেভাবে চলে আসছে বর্তমানেও সেভাবেই চলবে। এবং কার্যক্রম কিভাবে তরান্তিত করা যায় সেদিকে নজর দিবো। আপনাদেরকে সঙ্গে নিয়েই দ্বায়িত্বপ্রাপ্ত এই চেয়ারের কার্যক্রম সুশৃংখল ও সমৃদ্ধি লাভে পরিচালনা করার চেষ্টা করবো। নবাগত জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন জেলা প্রশাসক হিসেবে গত ১লা ডিসেম্বর ২২ ইং সাবেক, জেলা প্রশাসক আসিব আহসান এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।®
Leave a Reply