মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ই আগস্ট ২০২২ ইং সকাল ১১ টায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া এবং উপাধ্যক্ষ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবিদ হাসান রুবেল, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আবু হেনা শোয়েব। শিক্ষার্থীদের মধ্যে থেকে বঙ্গবন্ধু ও তার সহধর্মিণী এছারাও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জীবনদর্শন এর উপর বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সৃজা হালদার ও মুনতাহা আক্তার।
সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক আঃ আউয়াল।
Leave a Reply