একুশেখবর নিউজ ডেস্কঃ
রংপুর জেলা ও বিভাগীয় শহর রংপুর সিটি মহানগর সহ্ ৬৪ জেলার মানুষ কে অন্তরের অন্তস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে জন প্রিয় অনলাইন নিউজ পেপার একুশেখবর.কম’র নিজস্ব প্রতিবেদক,বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার কোষাধ্যক্ষ,আপডেট বিজনেস এর পরিচালক মোঃ মোশারফ হোসেন সোমবার এক শুভেচ্ছা বাতায় তিনি রংপুর সহ সমগ্র দেশবাশী কে ঈদের শুভেচ্ছা জানান শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ঈদুল ফিতর সকল ধর্মপ্রান মুসলমানদের প্রধান উৎসব। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এই দিনে সকল মুসলিম বিশসের একেক জায়গায় থেকে নিজ নিজ ও পরিবারের পক্ষ থেকে গরীবদের মাঝে যাকাত ফেতরা আদায় শেষে ইদের মাঠের দিকে রওয়ানা হয় পরে একেক কাতারে দারীয়ে ইদের নামাজ জামাতে আদায় শেষে একে অপরের সাথে হাত মোসাহাবা (করমর্দন) কোলাকুলি করে বাড়ীর দিকে রওয়ানা হয়। এ যেন এক মনোরম ও মনো মুগ্ধকর দৃশ্য। এ দৃশ্য এই ইসলাম নামের ধর্মেই শুদু দেখা মিলে এতে প্রমান হয় সকল মুসলিম যেন একে অপরের আপন ভাই।
তিনি তার ইদের শুভেচ্ছা বার্তায় আরো বলেন ইসলাম শান্তি ও কল্যানের ধর্ম এখানে হিংসা বিদেশ হানাহানির কোন স্থান নেই মানবিক মুল্যবোধ পারস্পরিক সহানুভূতিশীল এই ধর্মের নামই ইসলাম। তাই আসছে ইদুল ফিতর উপলক্ষে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply