কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
“শ্রমিক আন্দোলন থেকে সুবিধাবাদ হঠাও শ্রমিক শ্রেণির নেতৃত্বে সংগ্রামী আন্দোলন গড়ে তোল স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মে দিবস পালন করেছে ঠাকুরগাঁও জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন ।
রবিবার সকালে সংগঠনটির রামনাথ হাট কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সংগঠনটির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক তৈমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি ঈশরাইল হোসেন, সহ সভাপতি শামসুল হক। এ সময় সভাপতি ঈশরাইল হোসেন বলেন, ১৩৬ বছর আগে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন এবং অনেক শ্রমিক ভাই শহীদ হয়েছেন,কিন্তু তা আজও থামেনি। শ্রমিকদের অধিকার আদায় হয়নি। এখনও অনেক শ্রমিকদের ন্যায্য পাওনা পাচ্ছে না। এসময় তিনি আরো বলেন, আমরা শ্রমিকদের নিয়ে কাজ করতে পারি না। কারণ মালিকদের দালালরা আমাদের প্রতিবাদের কণ্ঠ চেপে ধরেছে। করোনার মধ্যেও মালিকরা বিভিন্ন কল কারখানা খোলা রেখেছিল। তারা প্রণোদনার নামে হাজার কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন কিন্তু আমার শ্রমিক ভাইরা কিছুই পাননি ।
এসময় আরো উপস্থিত ছিলেন,কোমল সেন, ডাবলু সেন, রফিকুল, জয়নুল, প্রমূখ ।
Leave a Reply