একুশে খবর.কম-নিউজ ডেস্কঃ
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব, রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য , রংপুর মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নতুন স্বপ্ন’র পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ কতিপয় সন্ত্রাসী হামলার শিকার হন এবং গুরুতর আহত হন। এরই প্রতিবাদে হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগও জেলা শাখার উদ্যোগে এক যোগে রংপুর বিভাগের ৫৮ টি উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালন করেন আজ ১৩-০৪-২০২২ ইং রোজ বুধবার সকাল ১১ঃ০০ টার সময়।
রংপুর কাছারী বাজার সংলগ্ন রংপুর জেলা প্রশাসক কার্যলয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সকল সাংবাদিক নেতৃ বৃন্দ । উক্ত মানব বন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন এনামুল হক স্বাধীন সভাপতি রংপুর জেলা শাখা ও সাধারণ সম্পাদক রংপুর বিভাগীয় কমিটি বাংলাদেশ প্রেসক্লাব। এছারাও এ সময় উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক সুজন, সহ- সভাপতি আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নুর আলম, মাহবুবার রহমান মকুল, দপ্তর সম্পাদক নুরে আলম নুর, কার্যনির্বাহী সদস্য, রাফাত হোসেন বাঁধন, নুর হোসেন চান, বেলায়েত হোসেন বাবু, এইচ আর বাবু, জুয়েল ইসলাম, রবিউল ইসলাম, রুবেল, মাটি মামুন,তাহমিনা আফরিন।ও রংপর রিপোর্ট ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক , কার্যনির্বাহী সদস্য মোজাফফর হোসেন, ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশন সহ সভাপতি সাদ্দাম হোসেন ড্যানি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মেজবাহুল হোসেন হিমেল,এ ছাড়াও সুশিল সমাজের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুকসুদার রহমান মকুল, রংপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভাপতি ইসমাইল হোসেন। এ ছাড়াই আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন শ্রেনি পেশা জীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা জোর দাবী জানান, হামলায় জড়িত দূষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
Leave a Reply