কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসেস ডেস্ক এর পরিকল্পনায় সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় গৃহহীন পরিবারের মধ্যে দেওয়া নির্মিত বাড়ী ভিডিও কনফারেন্স মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১০ই এপ্রিল) সকাল ১০টায় ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে ৫২০ টি থানার মধ্যে ৪০০ টি গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ কৃত ঘর উদ্বোধন করেন। সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার ৬ টি থানায় ৬ জনকে ঘর উপহার দেন পুলিশ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে রুহিয়া থানা চত্ত্বরে গৃহহীন পরিবারকে তাদের ঘরের চাবি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু , রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ঝ্যাঁ , রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক , ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমূল ইসলাম সরকার, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, এবং রুহিয়া থানা প্রেসক্লাবের গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলী সহ উক্ত সময় অত্র থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য গণও উপস্থিত ছিলেন।
Leave a Reply