মোশারফ হোসেনঃ
অদ্য ১০ই মার্চ ২০২২ ইং রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলায় কর্মরত অসচ্ছল ও দূর্ঘটনায় আহত এবং করোনাকালীন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কৃর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ০৪.০০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এবং আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী বৃন্দ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডায়ার সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংপুর জেলায় কর্মরত অসচ্ছল ও দূর্ঘটনায় আহত মোট ০২ জন সাংবাদিককে ০৩ (তিন) লাখ করে মোট ০৬ (ছয়) লাখ টাকা এবং করোনাকালীন ক্ষতিগ্রস্ত ১০ জন সাংবাদিককে ১০ (দশ) হাজার করে মোট ০১ (এক) লাখ টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply