একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
অদ্য ১৭ই জানুয়ারী (সোমবার) ২০২২ ইং সকাল ১০ ঘঠিকার সময় রংপুর মহানগরীর নজিরের হাটের প্রান কেন্দ্রে অবস্থিত প্রাচীন মসজিদ “বায়তুল মামুর জামে মসজিদের পুনঃ নির্মান কাজের ভিওিপ্রস্তর ও শুভ উদ্ভোবন অনুস্টীত হয়।
উক্ত উদ্ভোধনী অনুস্টানে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান সভাপতি, রাধা কৃষ্ণপুর বায়তুল মামুর জামে মসজিদ,মোঃ মাজেদ মিয়া,সভাপতি হাজির হাট থানা শ্রমিক লীগ,মোঃ মাসুদ রানা ১২ নং ওয়ার্ড যুবলীগ,দৈনিক প্রথম খবরের সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা কমিটি, মোঃ লিটন মানিক,মমদেল, সিদ্দিক হোসেন,আকমল হোসেন, ,মমিনুল ইসলাম,মিজান, সহ এলাকার স্থানীয় গন্য মান্য ব্যক্তি বর্গ ও আশ পাশের ধর্ম প্রান সাধারন জনগন।
Leave a Reply