মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপার ছেলে মোঃ হেলাল উদ্দিনের বাবার মৃত্যু গভীরভাবে শোকাহত, তিনি বলেন, আসসালামুআলাইকুম। আজ আমার বাবার ১ম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেন। বাবা নামক গাছের ছায়া যার উপরে নেই, সে-ই বোঝে রোদের তাপ কতটা প্রখর! একজন বাবা তার সন্তানকে সফলতার দারপ্রান্তে পৌঁছে দিতে তার বাবাকে নির্দ্ধিধায় অনেক সংগ্রাম করতে হয়।সন্তানের জন্য আদর-শাসন ও বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার তুলনা বাবা নিজেই। বাবা অম্লান, বাবা শ্বাশন। আমার জন্মের পর বুঝ হওয়া থেকে শুরু করে বাবার মৃত্যুর দিন পর্যন্ত কখনো দেখিনি বাবাকে এক ওয়াক্ত নামাজ বাদ দিতে।বাবার ধ্যান-জ্ঞানই ছিলো মহান আল্লাহকে রাজি খুশি করা। আমার বাবাকে একজন ভালো মানুষ হিসেবে সবাই চিনে। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলতেন। বাবা নেই বিষয়টি ভাবতেই চোঁখের অশ্রুধারা প্রবাহিত হয়। বাবা, তোমাকে মনে পড়ে আমার স্বপ্নভঙ্গের দিনগুলিতে। যেদিন থেকে বুঝতে শিখেছি, মাথার উপর তোমাকেই পেয়েছি।তুমিহীনা আমার কষ্টের প্রহরগুলো বুকের ভিতর জমাট কান্নার ঢেউ তুলে যায়। আজ খুব মনে পড়ে প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় বলতে বাবা সাবধানে চলিস। আমি বলতাম, তোমার দোয়া সাথে আছে তো। বাসায় ফেরার সময়ও দেখতাম তুমি অপেক্ষায় আছো আমার। চেয়ে আছো অপলক দৃষ্টিতে তীর্থের কাকের মত।বাবা, আজ তুমি নেই, তবুও ভাবি তুমি পাশে আছো ছায়ার মতন।এবং তিনি দেশবাসীর সকলের কাছে দোয়া চেয়েছেন তার বাবার জন্য এবং বলেন আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন, মহান আল্লাহ পাক আমার বাবাকে জান্নাত বাসী করেন আমিন।
Leave a Reply