মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপা উপজেলার চর বিশ্বাসে পূর্ব শত্রুতার জেরে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারি হয়।এতে উভয় পক্ষের ছয় জন আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে উপজেলার চর বিশ্বাস ১৮ সেপ্টেম্বর আনুমানিক দুপুর একটার দিকে স্থানীয় রবিবারিয়া বাজারে প্রতিপক্ষদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে তর্কবিতর্ক হয়। বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং ছয় জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঐ দিন চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ আহত শিপন ও রহমান অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। এ বিষয় কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা সুলতসনা স্বর্না,জানান,আহতরা আমার চিকিৎসাধীন রয়েছে।তবে গুরুতর আহত শিপন ও রহমান কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মু.তোফাজ্জল হোসেন বাবুল জানান,মারামারির ঘটনা আমি শুনেছি।উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলছে। কোন পক্ষের অভিযোগ আসেনি তবে উভয় পক্ষকে ডেকে বিরোধের সমাধান করতে চেষ্টা করব।
Leave a Reply