কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। মুক্তিযোদ্ধা কমান্ডার সহ নেত্রীবৃন্দ প্রধান অতিথিকে সন্মান স্মারক তুলে দেন ও বিশেষ অতিথিরকে ফুলেল শুভেচছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিন বছর ধরে আপনাদের পাশে রয়েছি। আমি আশা করব আপনারা সংগঠনকে আরও গুছিয়ে সঠিক ভাবে চালাবেন। সকল মুক্তিযোদ্ধার সুস্বাস্থ্য কামনা করেন এবং তিনি আপনারা মুক্তিযোদ্ধাগণ আমার পিত্রতূল্য তাই আপনারাও আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ঠাকুরগাঁও শাখার এসিস্ট্যান্ট ম্যানেজার নিরঞ্জন চন্দ্র রায়, সোনালী ব্যাংক ঠাকুরগাঁও শাখার ম্যানেজার আব্দুল হামিদ,
সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা (বদর)।
এ সময় মুক্তিযোদ্ধা নেত্রীবৃন্দ কমপ্লেক্স যাবতীয় সমস্যার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply