ডি আর আনিস-যশোর জেলা প্রতিনিধিঃ
ভবদহ অঞ্চলে প্রতিদিনই বাড়ছে পানি : স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ শুক্রবার
যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা নিরসনকল্পে আগামী ২৭ আগস্ট শুক্রবার স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খালের কচুরিপানা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আয়োজনে শনিবার (২১ আগস্ট) দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত করণীয় শীর্ষক মতবিনিময় সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আন্দোলন কমিটির নেতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, শেখর চন্দ্র, সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা, ব্যবসায়ী আক্তারুজ্জামান, প্রভাষক মদন মোহন চক্রবর্তী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ। এসময় ভবদহ জলাবদ্ধ এলাকার বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিদিন ভবদহ অঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মানুষের কষ্ট। পানি নিষ্কাশনের বিকল্প পথ আমডাঙ্গা খালে বিপুল পরিমান কচুরিপানা জমতে শুরু করেছে। যে কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। আগামী শুক্রবার স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণের কাজ শুরু করা হবে। এছাড়া ভবদহের ২১ ভেন্ট স্লুইস গেটের বেশ কয়েকটি কপাটের নাজুক অবস্থার কারণে জোয়ারের পানি ঢুকছে। যা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটি এ পর্যন্ত সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে সকল কর্মকান্ড পরিচালনা করে আসছে। আমডাঙ্গা খাল সংস্কারের জন্য সরকারিভাবে আনুমানিক ৫০ কোটি টাকার একটি বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় আছে বলে তারা জানান।
Leave a Reply