একুশেখবর.কম-নিউজ ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর পর রংপুরের জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর জনসভা।
জনসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪-আসন (পীরগাছা কাউনিয়া)’র প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এছাড়াও রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে প্রার্থীদের নামও ঘোষণা করে।
গত শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভা থেকে সংসদীয় আসন-২২, রংপুর আসন ৪ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খানের নাম ঘোষণা করার সাথে সাথেই জনসভার মাঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবর শ্লোগান প্রতিধ্বনিত হতে শোনা যায়। এছাড়াও রংপুর বিভাগের ৩৩ আসনের ৩২ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা ও মঞ্চে পরিচয় করিয়ে দেন দলটি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। রংপুর ১ আসনে অধ্যাপক রায়হান সিরাজী, ২-এটি এম আজহারুল ইসলাম, ৩- অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ৪- মাওলানা উপাধ্যক্ষ এটি এম আজম খান, ৫-গোলাম রাব্বানী ও ৬-আসনে মাওলানা নূরুল আমিন- দিনাজপুরের ছয়টি আসনে, দিনাজপুর-১ আসনে মতিউর রহমান, ২-অধ্যক্ষ আফজাল হোসেন আনাম,৩ -অ্যাডভোকেট মনিরুল আলম, ৪ -আবতাব উদ্দিন মোল্লা, ৫-আনোয়ার হোসেন ও ৬ – আসনে আনোয়ারুল ইসলাম। নীলফামারী-১ আসনে অধ্যাক্ষ মাওলানা আব্দুর সাত্তার,২- অঘোষিত আছে, ৩- ওবাইদুল্লাহ সালাফি ও নীলফামারী-৪- মাওলানা হফেজ আব্দুল মুনতাকিম। লালমনিরহাট-১-আসনে আনোয়ারুল ইসলাম,২- অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ও ৩ আসনে মোহাম্মদ হারুনুর রশিদ। কুড়িগ্রাম-১-অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ২ – অ্যাডভোকেট ইয়াসিন আলী ও ৩- ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও ৪-আসনে মোস্তাফিজুর রহমান মোস্তাক। গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান,২-আব্দুল করীম, ৩-অধ্যাক্ষ মাওলানা নজরুল ইসলাম,৪-ডা. আব্দুর রহিম সরকার ও ৫-আসনে মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস। ঠাকুরগাঁও-১-দেলোয়ার হোসেন, ২- আব্দুল হাকিম ও ৩-মিজানুর রহমান। পঞ্চগড় -১- ইকবাল হোসাইন ও ২-শফিউল্লাহ শফি। জনসভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব। সুষ্ঠু নির্বাচনও ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হতে হবে। এছাড়াও তিনি বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না । ভোটকেন্দ্রে কোনো মাস্তান তন্ত্র চলতে দেওয়া হবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। মৌলিক সংস্কার ছাড়া শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই দেশে মব কালচার চলছে। কিন্তু এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী জড়িত নয়। ১৯৭২ সাল থেকেই এই পরিস্থিতি চলছে। জামায়াত সবসময় মব রাজনীতির বিরুদ্ধে। এছাড়াও লালমনিরহাট পাটগ্রামের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, আর সেই পরিবেশ তৈরির জন্যই আমরা মৌলিক সংস্কারের দাবি জানাচ্ছি।
জনসভায় ডা. শফিকুর রহমান শান্তি, সম্প্রীতি ও নিরাপদ বাংলাদেশ বিনির্মানে, জামায়াতের প্রার্থীদের দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান করেন###
Leave a Reply