অনলাইন ডেস্ক:
ইতালির একটা একটি অঞ্চল যেখানে বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙুরের ক্ষেত কিংবা থার্মাল স্প্রিং।। এমনই দৃশ্যের দেখা পাবেন ট্রেনটিনো প্রদেশে।
ইতালির উত্তর অঞ্চলটি ট্রেনটিনো নামে পরিচিত। তবে আনুষ্ঠানিকভাবে এটি ট্রেন্টো প্রদেশ, এটি মুলত স্বায়ত্তশাসিত অঞ্চল। ডলোমাইট আল্পস পর্বতমালা লাগোয়া ট্রেনটিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে এক লাখ ইউরো যা বাংলাদেশী টাকা ১ কোটি ৩১ লাখ। এ সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। সুত্র সিএনএন-এর।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিনো প্রদেশে গিয়ে বসবাস শুরু করলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে ৮৮ হাজার ইউরো। আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে ২০ হাজার ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরা এর জন্য আবেদন করতে পারবেন।
তবে এর মধ্যেও একটা কিন্তুও রয়েছে। যিনি এই প্রদেশে গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবেন, তাকে সেখানে ১০ বছর থাকতে হবে। অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে।
ট্রেনটিনো প্রদেশের ৩৩টি শহর এ পরিকল্পনার অংশ হবে। শিগগিরই এর অনুমোদন দেবে দেশটির সরকার।
সিএনএন আরও বলছে, পরিকল্পনা নেওয়া শহর গুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমনকি পরিত্যক্ত বাড়ির থেকে সেখানে জনসংখ্যা অনেক কম।
ইতালির গ্রাম এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমতে শুরু করেছে । এছাড়া কাজের উদ্দেশে গ্রাম ছাড়ছেন যুবক-যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে তাই বিভিন্ন কৌশল নিয়েছে ইতালি সরকার। ২০২৪ সালের বাজেটে কম জনসংখ্যার এলাকাগুলোর জন্য তিন কোটি ইউরোর একটি তহবিল করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা পাঁচ হাজারের কম সেগুলোতে জনসংখ্যা বাড়াতে তহবিল থেকে অনুদান দেওয়া হবে।
ট্রেনটোর প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো, সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত®
Leave a Reply