রংপুর প্রতিনিধি:
রংপুরে আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পুনর্বাসন কমিটি (এসপিজিআরসি)’ র প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার ২৮শে আগষ্ট রংপুরে বিস্তারিত কর্মসূচি পালন করেন,এসপিজিআরসি রংপুর শাখা।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ৬টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, দোয়া খায়ের, এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও স্বরণ সভা।
আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পুনর্বাসন কমিটি (এসপিজিআরসি) রংপুর শাখার সভাপতি মোঃ শরফুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের জীবনী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আটকেপড়া জনগোষ্ঠীর সাধারণ পুনর্বাসন কমিটি (এসপিজিআরসি) রংপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, যূগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম, প্রেস সেক্রেটারী মোঃ খুরশীদ আলম, সদস্য আব্দুল বারী, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজত করা হয়। সেই সাথে বৈষাম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদ ও বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়®
Leave a Reply