নিউজ ডেস্ক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তিস্তা ইউনিভার্সিটিতে পালন হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে আজ ১৭ই মার্চ ২৩ ইং রোববার সকাল ৯.৩০ মি: ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে নগরীর বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যূরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। তিস্তা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন, তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব মোঃ রবিউল ইসলাম মৃদুল, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগন।
উক্ত দিবসটি উপলক্ষে সকাল ১১টায় একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক মোঃ শামীম আলীর সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে এসময় উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব মোঃ রবিউল ইসলাম মৃদুল, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, তিস্তা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক (গেস্ট টিচার) ড. শ্বাশত ভট্টাচার্য সহ অনেকেই®
Leave a Reply