ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করেছেন রুহিয়া থানা পুলিশ।
একটু সময় পেলেই ছুটে যান উক্ত থানাধীন স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতন করেন এবং সচেতনতামুলক শপথ পাঠদান করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা।ইতিমধ্যে তিনি স্থানীয় সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদসহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভাও করেছেন।মাদকের বিরুদ্ধে বেশ সোচ্চার তিনি, বিশেষ করে তিনি রুহিয়া থানায় যোগদানের পর থেকে অনেক মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছেন।।গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাসরিন জানান, রুহিয়া থানার ওসি স্যার আমাদের কলেজে এসে ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে সাহস যুগিয়েছেন।গালিব স্টুডেন্ট কেয়ার এর পরিচালক গালিব হোসেন বলেন, রুহিয়া থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ওসি মহোদয় ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করেছেন। তিনি বলেন স্কুল, কলেজের পাশাপাশি আমার প্রতিষ্ঠান গালিব স্টুডেন্ট কেয়ারেও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির জন্য এসেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ভয়াল মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। রুহিয়া খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুদ রানা বলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা আমাদের মাদ্রাসায় বাল্যবিবাহ এবং ইভটিজিং বিষয় সচেতনতা মূলকসভা করেছেন। তিনি বলেন এতে করে মাদ্রাসার শিক্ষার্থীরা সঠিক পরামর্শ পাচ্ছে। রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুহিয়া ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, এলাকা থেকে মাদক নির্মুল, বাল্যবিবাহ এবং ইভটিজিং রোধে ওসি সাহেব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম করা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি আশা করি এই সচেতনতা তৈরি করে মাদক নির্মুল, ইভটিজিংসহ সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড দূর করা যেতে পারে। এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন জনসাধারণের নিরাপত্তা এবং শান্তিপূ্ণ পরিবেশ তৈরি করার কাজ হলো বাংলাদেশ পুলিশের। তিনি বলেন আমি যতদিন এই থানায় আছি ততদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। ওসি আরও বলেন পুলিশ সুপার ঠাকুরগাঁও মহোদয়ের দিকনির্দেশনায় রুহিয়া থানাধীন মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি এবং বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে বদ্ধপরিকর রুহিয়া থানা পুলিশ®
Leave a Reply