মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন হলো পহেলা মে। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এই দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার গলাচিপায় বেসরকারী উন্নয়ন সংস্থা সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ) এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের আর্থিক সহযোগিতায় মহান মে দিবসে মান্তা জেলে নারীদের নিয়ে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ঐদিন সকালে পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে মান্তা জেলে নারীদের অংশগ্রহণে ও সিডফ কর্মকর্তাদের উপস্থিতিতে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মহান মে দিবসে শ্রমিকের অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন ‘সিডফ’ নির্বাহী পরিচালক, মোঃ শাহীন মিয়া,এরিয়া ম্যানেজার আজুজুল হক, ডেভলপমেন্ট অর্গানাইজার মো. ফেরদৌস, মো: কাইউম উদ্দীন, মোনজুর হক প্রবীন ও প্রকল্প হিসাব রক্ষক শতাব্দী রায় সহ আরও অনেকে। “সিডফ’ নির্বাহী পরিচালক, মোঃ শাহীন মিয়া তার বলেন, ”সিডফ” ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে উপকুলীয় এলাকার অবহেলিত দরিদ্র মান্তা জেলে নারী জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। তাদের বিভিন্ন অধিকার আদায়ে পাশে থেকে সহযোগিতা করে চলছে।সভায় অংশ নেয়া মান্তা জেলে নারী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি সহ সরকারের কাছে তাদের বিভিন্ন অধিকার বিষয়ক দাবি দাওয়া তুলেন ধরেন। তারা বলেন মহান মে দিবস পালন হলেও শ্রমিকের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। আজও বিভিন্ন জায়গায় শ্রমিকরা বঞ্চিত হচ্ছে®
Leave a Reply