এরশাদ রিপা
তুমি এসেছিলে কুহেলিকাবৃত প্রভাতে
বলেছিলে ভালোবাসি,
চোখে চোখ রেখেছিলে
ডেকেছিলে প্রেয়শি।
না ছিল মন উদ্যত,
না ছিল প্রতিবাক্য
থথর কেপেছিলাম কেবলি
জেনে তোমার প্রেমাধিক্য।
কতশত প্রতিশ্রুতি
কি অভিনব নিবেদন,
নিমিষেই বিভোল আমি
হারিয়ে নিয়ন্ত্রণ।
বলেছিলে পাশে রবে
সাক্ষি রেখে দূর্বাদল,
নির্বাক আমি,হতবাক আমি
পুলকদীপ্তে নয়ন নীর ছলছল।
বাধবে প্রেম নিগড়ে
করবে পিঞ্জরবদ্ধ,
অন্তর্ঘাত করবো ভেবে
সে কি অনুরুদ্ধ!
কৌশলে করে নিলে মনান্তরে তোমার আধিনতা
সহসাই হৃদঅম্বরে দিনমনির হিরকছটা।
অতঃপর চেয়েছিলে প্রতি উত্তর
জিজ্ঞাসিলে ভালোবাসি??
ফিরিয়ে দিয়েছি,অপলাপ করেছি
বুঝি কলঙ্গ দেবে পহশি।
মসীময় বদনখানা
ফেলেছিলে দীর্ঘশ্বাস,
বলিনি আমি, বোঝোনি তুমি
আমাতেও তোমার বসবাস।
অঙ্গার অবয়ব,রধিরাক্ত প্রাণ,
অগস্ত্য যাত্রা তোমার
নিয়ে এক আঁকাশ অভিমান।
তোমায় ফেরায়ে এপাড়ে আমার সতত অন্তর্দহন,
দিশেহারা মন,বিষাদ করছে লালন,
আর যতত্রত স্মৃতিচারন।
পারছিনা আর
ফেরো আরেকবার,
হলে হবো কুলনাশী,
মানবো না বিহিতক
রাখবোনা সংশয়,
বলবো:
আমিও যে ভালোবাসি।।
Leave a Reply