মোঃ হেলাল উদ্দিন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১০ দিন ব্যাপী মানব কল্যানে বিভিন্ন কর্মসূচি পালন করছে উপজেলা শ্রী গুরু সংঘ। ২৮ শে আগষ্ট মহা উৎসবের মধ্য দিয়ে বার্ষিক কর্মসূচির সমাপ্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানতে পারা যায় ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির আঙ্গিনায় পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রী গুরু সঙ্ঘ গলাচিপা শাখার আয়োজনে ১০ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা শ্রী গুরু সংঘের ভক্তরা। এই কর্মসূচিতে ১৬ই আগষ্ট শ্রী গুরু সংঘের সভাপতি অসিম কুমার কর্মকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ধ্রুব লাল বর্নিক এর সঞ্চালনয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী – ৩ আসনের সাংসদ সদস্য এস এম শাহজাদা। আর সমাজ ও মানব সেবামুলক উদ্যোগ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে শুরু হয়ে যায় ১০ দিনের কর্মসূচি। কর্মসূচির মধ্যে জন্মাষ্টমী’র বর্ণঢ্য শোভাযাত্রায় যোগদান, শ্রীমদ্ভাগবত পাঠ,সংঘ পতাকা উত্তলন, গুরুদেবের পাদুকা ও বিগ্রহ উৎসব আঙ্গিনায় আয়নায়,স্থাপন,পুর্স্পাপণ,গুরু পূজা, গুরু বাণী পাঠ,বর্ণাঢ্য শোভাযাত্রা,ধর্মীয় আলোচনা,ভক্তি সংগীতের মাধ্যমে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাসন অনুষ্ঠিত হয়।এই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২২ আগষ্ট ২০২২ ও ১৪২৯ বঙ্গাব্দের ৫ ই ভাদ্র রোজ সোমবার রাত বারোটায় অদিবাসের মাধ্যমে ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ শুরু হয়। তারকব্রহ্ম মহানাম যজ্ঞ এবং ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধু গুরু বৈষ্ণব, জ্ঞানী-গুনী ভক্ত,ধর্মীয় অনুসারী সহ সর্বসাধারণ উপস্থিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন। বরিবার ২৮ আগষ্ট গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি শ্রী গরু সংঘ আয়োজনে ১০ দিন ব্যাপী পালিত মানব কল্যান ও ধর্মীয় বিভিন্ন কর্মসূচি কুঞ্জভঙ্গের মাধ্যমে বাৎসরিক উৎসবের সমাপনী করা হয়েছে।
এ সময় সংগঠনের সভাপতি অসিম কুমার কর্মকার বলেন,”সত্য সেবা নীতি ধর্ম-জীবনে এই চারি কর্ম” ‘এই চারটি স্তাম্ভকে ধারন করার চেস্টা করছি। আজকের আয়োজনে অংস গ্রহণকারীদের সহস্র প্রনাম। ভক্তদের উপস্থিতি আগামীদিনের অনুপ্রেরণা’।।
Leave a Reply