একুশেখবর.কম-নিউজ ডেস্কঃ
বহুল আলোচিত-সমালোচিত রংপুরের মসজিদের পেস ইমাম কৃর্তৃক সারে তিন চার বছরের শিশু ধর্ষন মামলার আসামীর উপযুক্ত বিচার চেয়ে শিশু টির পরিবার সহ কয়েকটি মানবাধিকার সংস্থা ও এলাকাবাসী রংপুর নগরীর মাহীগঞ্জ মেট্রো পলিটন থানা এলাকার ১ নং কল্যানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর বড়দরগা বাজারে অদ্য ৯ই মে ২০২২ ইং রোজ সোমবার সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে শতশত লোকের উপস্থিতি লক্ষ করা গেছে। প্রায় ২০/৩০ মিঃ এর এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তব্যে বিভিন্ন বক্তাগন তাদের নিজ নিজ বক্তৃতায় ধর্ষকের ফাসি চেয়ে সরকার সহ সরকারের উর্দুতন কর্মকর্তাগনের নিকট আবেদন করেন ধর্ষক যেন আইনের কোন রকম ফাক ফোকর দিয়ে বের হতে না পারে তার জোরালো দাবী জানান বক্তারা। ভুক্তভোগীর পরিবার তাদের মৌখিক বক্তব্যে বলেন ধর্ষক একজন প্রভাবশালী পরিবারের সন্তান তাই সে আমাদের নানান ভাবে হুমকি ধামকি দিয়ে ও প্রভাবশালী একটি মহল দিয়ে মামলাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দিক থেকে নানান চাপের মধ্যে আছি।
Leave a Reply