কুড়িগ্রামের মধুর মোড়ে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলের দেখা মিলেছে-একুশেখবর.ক
মোঃ আবু সাঈদ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
গতকাল কুড়িগ্রামের মধুর মোড়ে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলের দেখা মিলেছে।
গতকাল ১০.১১.২০২১ খ্রিঃ তারিখ ১৪ঃ০০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থানাধীন মধুর মোড় এলাকায় বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল বিক্রয়ের উদেশ্যে বহন করার সময় এসআই (নিরস্ত্র) প্রলয় কুমার বর্মা সঙ্গীয় ফোর্স সহ উক্ত গন্ধগোকুলটি পুলিশ হেফাজতে নেয় এবং পরে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল টি কে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করার জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করেন। বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলটি নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করার জন্য পুলিশ সুপারের কার্যালয়, কুড়িগ্রামে, জনাব সৈয়দা জান্নাত আরা পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয়ের উপস্থিতিতে জনাব মোঃ মমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন বিভাগ কুড়িগ্রাম এর নিকট হস্তান্তর করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন,
মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), কুড়িগ্রাম, জনাব আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল),
উৎপল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুড়িগ্রাম,
খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ, কুড়িগ্রাম সদর থানা, কুড়িগ্রাম,
আহসান হাবীব নীলু, সভাপতি, প্রেসক্লাব, কুড়িগ্রাম।
Leave a Reply